
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রবিবার (২৪ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেন। নিয়োগপ্রাপ্তদের শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং সর্বোচ্চ দুই বছরের জন্য প্রযোজ্য থাকবে।
এই প্রথমবারের মতো বিচারপতি নিয়োগপ্রক্রিয়ায় আবেদন গ্রহণ ও সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি এই সাক্ষাৎকার নেয়।
নতুন নিয়োগ পাওয়া ২৫ জন বিচারপতির মধ্যে ৯ জন আগে থেকেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন।
নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতির নামের তালিকা: আনোয়ারুল ইসলাম শাহীন, সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগ), মো. নুরুল ইসলাম (জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম), শেখ আবু তাহের (সচিব, আইন ও বিচার বিভাগ), আজিজ আহমদ ভূঞা (রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট), রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম (যুগ্ম সচিব), আসিব হাসান, জিয়াউল হক, দিহিদার মাসুম কবির (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), জেসমিন আরা বেগম (জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ), মুরাদ-এ-মাওলা সোহেল (সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন), জাকির হোসেন (ঢাকা মহানগর দায়রা জজ), মো. রাফিজুল ইসলাম (সলিসিটর), মনজুর আলম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান (ডেপুটি অ্যাট।