
বরিশালের বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে একে একে ১৭টি বিয়ের অভিযোগ উঠেছে। নারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে তাকে আখ্যায়িত করে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ওই কর্মকর্তার দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতারণার শিকার নারীরা ও তাদের আত্মীয়-পরিজনরা।
অভিযুক্তের একজন স্ত্রী বলেন, “২০১৮ সাল থেকে দেখছি তার সঙ্গে বিভিন্ন মেয়ের সম্পর্ক। আমাকে বিয়ে করেছে নিজেকে অবিবাহিত দাবি করে। যৌতুক নিয়েছে। এসব নিয়ে প্রতিবাদ করলে অমানবিক নির্যাতন চালাত। সংসার বাঁচাতে চুপ ছিলাম। তখনও জানতাম না এতগুলো বিয়ে করেছে। তার কঠোর শাস্তি চাই।”
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগীর বোন জানান, কবির হোসেন একের পর এক বিয়ে করে যৌতুক নেন এবং কিছুদিন পর স্ত্রীদের ছেড়ে দেন। প্রতিবাদ করলে নারীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি।
একই দিনে বন সংরক্ষকের কার্যালয় পরিদর্শনে আসেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সাইদুর রহমান। তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবির পাটোয়ারী জানান, তিনি আইনজীবী ছাড়া কোনো মন্তব্য করবেন না। পরে তার আইনজীবী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু বলেন, “বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, তার একটিও সত্য নয়। আমরা আইনি প্রক্রিয়ায় এর মোকাবিলা করব।”