
রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “নির্বাচনের আগে, চলাকালীন ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না।”
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। সংবাদকর্মীরা অতীতের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে নির্বাচনী সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মাহফুজ আলম আরও বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি। তিনি যোগ করেন, “আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে। জনগণ ভোট দিতে গিয়ে সহিংসতার শিকার হবে না। গণমাধ্যম যেন এ বিশ্বাস প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”