
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মা— একসময় ছিলেন আলোচিত তারকা জুটি। দিনকয়েক আগেও তারা হাতে হাত রেখে অনুষ্ঠান মাতাতেন, চোখে চোখে হারিয়ে যেতেন। তবে হঠাৎ করেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজনেই।
বিজয় বা তামান্না— কেউই প্রকাশ্যে বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে নীরবেই আলাদা হয়ে গেছেন তারা। শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে মতভেদ তৈরি হয়েছিল তাদের মধ্যে। তামান্না বিয়ে করে সংসারী হতে চাইলে, বিজয় নাকি সেই সিদ্ধান্তে রাজি ছিলেন না। ফলে সম্পর্কে আসে তিক্ততা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, তিনি এখনও ভালোবাসায় বিশ্বাসী এবং খুঁজছেন এমন একজন মানুষকে, যার সঙ্গে জীবনটা কাটানো যাবে। তার ভাষায়, “আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এমন একজন মানুষ চাই, যে মনে করবে গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেয়েছি।”
তবে এই মুহূর্তে অভিনেত্রীর মন খারাপ থাকলেও, তিনি আগামীর প্রতি আশাবাদী। ভক্তরাও আশা করছেন, খুব শিগগিরই তামান্না নতুন সুখবর শোনাবেন।