1. admin@bdkhabor.com : বাংলাদেশ খবর :
       
সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
স্বাগতম

সবার আগে সকল ধরনের খবর পেতে বাংলাদেশ খবর এর সঙ্গে থাকুন। আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনার মতামত তুলে ধরুন আমাদের মাধ্যমে। আমরা আছি আপনার পাশে bdkhabor.com. তথ্য পাঠাতে: Infobdkhabar@gmail.com ★ ধন্যবাদ★ 

শিরোনাম
আশুলিয়ায় পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ, সোমবার তোলা হবে আদালতে সাভারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা সাভারে বন বিভাগের জমি দখলে বাধা, বিট কর্মকর্তাসহ ৫ জন আহত সাভারে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের সাধারন সভা অনুষ্ঠিত ট্রাম্পের নাতনি কাই টিকটকে নাচের ভিডিও দিয়ে বেশ ঝামেলায় পড়েছেন অভিযানে রিকশা হারানো ৩ চালক টাকা পেলেন ৫০ হাজার করে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার রাজধানীতে অবৈধ অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস ও হাসপাতালে অভিযান, দুই দালালকে অর্থদণ্ড

ত্বকের বলিরেখা দূর করতে যা করেছেন দীপিকা

  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
দীপিকা

তারুণ্য ধরে রাখতে ত্বকের বলিরেখা দূর করতে একটি বিশেষ থেরাপি করিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংহম অ্যাগেইন’-এর শুটিংয়ের সময়েই ত্বকের ওই থেরাপি করান অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, তিনি ত্বকের কোনোরকম সার্জারিতে বিশ্বাসী নন। তাতে মুখের আদল বদলে যায়। তার চেয়ে ‘নন-ইনভেসিভ ট্রিটমেন্ট’ অনেক বেশি কার্যকর। সে জন্য ‘হাই ইনটেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড’ (হাইফু) নামে এক ধরনের থেরাপি করিয়েছেন তিনি।

ছুরি-কাঁচি ছাড়াই ত্বকের একরকম সার্জারি বলা হয় হাইফু থেরাপি। আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ত্বকের সূক্ষ্ম দাগছোপ তুলে ফেলা হয়। কুঁচকে যাওয়া চামড়া ও বলিরেখাও দূর হয়ে ত্বক টানটান হয়ে থাকে। এটি মূলত ‘অ্যান্টি-এজিং’ থেরাপি, যা কাটাছেঁড়া ছাড়াই যন্ত্রণাহীনভাবে করা যায়। হাইফু ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে বার্ধক্যের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারে। আর তাতে এ পদ্ধতি অবলম্বন করে ত্বকের বাড়তি মেদও কমানো যায়।

শব্দতরঙ্গকে এমনভাবে ব্যবহার করা হয়, যা ত্বকের মৃত কোষ নষ্ট করে দেয়। এর বদলে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্ত ত্বকের কোষের মেরামতিও করা যায় এ থেরাপিতে। ত্বকের যে জায়গায় খুঁত রয়েছে, সেই স্তর কাটাছেঁড়া না করে বরং মেরামত করা হয়। এ থেরাপি করালে ত্বক টানটান থাকে ও ঝকঝকে উজ্জ্বল দেখায়। বয়সকালে মুখ ও গলার চামড়া ঝুলে যাওয়ার যে সমস্যা তৈরি হয়, হাইফু করালে তা হবে না।

দীপিকা বলেন, ৪০ বছরের পর মেয়েদের চোখের নিচে ও গালের চামড়ায় বলিরেখা পড়ে। তার ওপর প্রসাধনীর ব্যবহার বেশি হলে ত্বকের আরও ক্ষতি হয়। তাই একবার হাইফু করিয়ে নিতে পারলে আর ত্বকের কোনোরকম সার্জারি করার প্রয়োজন হবে না। এ ছাড়া মুখ, গলা, হাত, বুক ও ঊরুতেও হাইফু করা যায়।

চলন্তিকা উচ্চবিদ্যালয়

এই সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2025 bdkhabor
Designed By Barishal Host