ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
শিশুশিল্পী থেকে নায়িকা ট্রলিং নিয়ে দীঘির অভিমত সাফল্য-ঈর্ষা ও হেটারদের মনোভাব নতুন প্রজেক্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা

ট্রল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 64

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল তার। এরপর দীর্ঘ বিরতির পর নতুন রূপে, নায়িকা হিসেবে, ফিরেছেন তিনি। তবে এই পথচলা ছিল মোটেও সহজ নয়। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ; এমনকি ট্রলেরও শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রলিং প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন দীঘি। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে ট্রল নিয়ে ভীষণ কষ্ট পেতেন। দীঘির ভাষায়: “একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে— আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকেও নিয়ে ট্রল হয়।”

দীঘির মতে, ট্রলিংয়ের মূল কারণ ঈর্ষা। তিনি বলেন, “কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।” তিনি আরও যোগ করেন, “যদি এসব আমি নেগেটিভভাবে নিই, তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। একজন মানুষকে সবাই ভালোবাসবে— এটা সম্ভব নয়। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।”

সর্বশেষ এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন দীঘি। যদিও বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ করছেন না, তবে সামনে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। খুব শিগগিরই তিনি নতুন কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

শিশুশিল্পী থেকে নায়িকা ট্রলিং নিয়ে দীঘির অভিমত সাফল্য-ঈর্ষা ও হেটারদের মনোভাব নতুন প্রজেক্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা

ট্রল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

আপডেট সময়: ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল তার। এরপর দীর্ঘ বিরতির পর নতুন রূপে, নায়িকা হিসেবে, ফিরেছেন তিনি। তবে এই পথচলা ছিল মোটেও সহজ নয়। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ; এমনকি ট্রলেরও শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রলিং প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন দীঘি। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে ট্রল নিয়ে ভীষণ কষ্ট পেতেন। দীঘির ভাষায়: “একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে— আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকেও নিয়ে ট্রল হয়।”

দীঘির মতে, ট্রলিংয়ের মূল কারণ ঈর্ষা। তিনি বলেন, “কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।” তিনি আরও যোগ করেন, “যদি এসব আমি নেগেটিভভাবে নিই, তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। একজন মানুষকে সবাই ভালোবাসবে— এটা সম্ভব নয়। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।”

সর্বশেষ এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন দীঘি। যদিও বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ করছেন না, তবে সামনে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। খুব শিগগিরই তিনি নতুন কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।