ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা প্রণয়ন, মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর

ওসি (অফিসার ইন চার্জ) পদে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ পুলিশ। এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে দেশের সব পুলিশ ইউনিটে চিঠি পাঠানো হয়েছে।

প্রধান যোগ্যতা ও অযোগ্যতা:
পরিদর্শক পদে দুই বা ততোধিক দণ্ড এবং চাকরিজীবনে তিন বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা ওসি হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।

ফিটলিস্টভুক্ত হওয়ার জন্য পরিদর্শক (নিরস্ত্র) পদে ন্যূনতম ৩ বছর চাকরি থাকতে হবে।

৫৪ বছরের বেশি বয়সী পরিদর্শককে ওসি পদে পদায়ন করা যাবে না।

আগের এক বছরে লঘুদণ্ড অথবা দুই বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে না।

পদায়নের শর্তাবলি:
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে নিজ ও স্ত্রীর/স্বামীর জেলা ছাড়া অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।

একই থানায় ধারাবাহিকভাবে তদন্ত/অপারেশনস্ পদে দায়িত্ব পালনের পর ওসি করা যাবে না; অন্য থানা বা ইউনিটে ন্যূনতম ৬ মাস চাকরির পর পদায়নযোগ্য হবেন।

কোনো কর্মকর্তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি করা যাবে না।

একজন ওসি সর্বোচ্চ চারটি থানা বা ছয় বছর দায়িত্ব পালন করতে পারবেন (যেটি আগে ঘটে)।

বদলি ও প্রত্যাহার:
১৮ মাস পূর্ণ হওয়ার আগে বদলির প্রয়োজন হলে রেঞ্জ ডিআইজি/পুলিশ কমিশনার নিজ এলাকায় বদলি, প্রত্যাহার বা সংযুক্ত করতে পারবেন।

কোনো অভিযোগ বা বিচ্যুতির কারণে ৬ মাসের আগে প্রত্যাহার হলে সেই থানাকেও গণনার আওতায় আনা হবে।

প্রশিক্ষণ ও মূল্যায়ন:
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (PSMC) সম্পন্ন করতে হবে।

ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করা হবে।

জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নে পিএএল নীতিমালা অনুসরণ করা হবে।

অবশ্য পূরণীয় ইউনিট অভিজ্ঞতা:
গ্রুপ-৩ এর যেকোনো ইউনিট অথবা গ্রুপ-৪ এর ৬–১০ নম্বর ইউনিটে কমপক্ষে ১ বছর চাকরি করতে হবে।

গ্রুপ–৩ ইউনিটগুলো:
বিপিএ, পিএসসি, পিটিসি (টাঙ্গাইল, খুলনা, নোয়াখালী, রংপুর), টিডিএস, এএসটিসি, আইএসটি, প্রশিক্ষণ ইউনিট, এপিবিএন, র‌্যাব, এসপিবিএন।

গ্রুপ–৪ (৬–১০ নম্বর) ইউনিটগুলো:
আইপি, এমআরটি, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ।

ওসি পদায়নের জন্য অনুমোদিত ইউনিট:
ফিটলিস্টভুক্ত পরিদর্শককে গ্রুপ–১ বা ২–এর মধ্যে সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।

গ্রুপ–১ ইউনিট:
ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি, রেলওয়ে পুলিশ।

গ্রুপ–২ রেঞ্জ:
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা প্রণয়ন, মাঠপর্যায়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর

আপডেট সময়: ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

ওসি (অফিসার ইন চার্জ) পদে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ পুলিশ। এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে দেশের সব পুলিশ ইউনিটে চিঠি পাঠানো হয়েছে।

প্রধান যোগ্যতা ও অযোগ্যতা:
পরিদর্শক পদে দুই বা ততোধিক দণ্ড এবং চাকরিজীবনে তিন বা ততোধিক গুরুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা ওসি হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।

ফিটলিস্টভুক্ত হওয়ার জন্য পরিদর্শক (নিরস্ত্র) পদে ন্যূনতম ৩ বছর চাকরি থাকতে হবে।

৫৪ বছরের বেশি বয়সী পরিদর্শককে ওসি পদে পদায়ন করা যাবে না।

আগের এক বছরে লঘুদণ্ড অথবা দুই বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে না।

পদায়নের শর্তাবলি:
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে নিজ ও স্ত্রীর/স্বামীর জেলা ছাড়া অন্য জেলায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।

একই থানায় ধারাবাহিকভাবে তদন্ত/অপারেশনস্ পদে দায়িত্ব পালনের পর ওসি করা যাবে না; অন্য থানা বা ইউনিটে ন্যূনতম ৬ মাস চাকরির পর পদায়নযোগ্য হবেন।

কোনো কর্মকর্তাকে একই থানায় দ্বিতীয়বার ওসি করা যাবে না।

একজন ওসি সর্বোচ্চ চারটি থানা বা ছয় বছর দায়িত্ব পালন করতে পারবেন (যেটি আগে ঘটে)।

বদলি ও প্রত্যাহার:
১৮ মাস পূর্ণ হওয়ার আগে বদলির প্রয়োজন হলে রেঞ্জ ডিআইজি/পুলিশ কমিশনার নিজ এলাকায় বদলি, প্রত্যাহার বা সংযুক্ত করতে পারবেন।

কোনো অভিযোগ বা বিচ্যুতির কারণে ৬ মাসের আগে প্রত্যাহার হলে সেই থানাকেও গণনার আওতায় আনা হবে।

প্রশিক্ষণ ও মূল্যায়ন:
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাকে পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (PSMC) সম্পন্ন করতে হবে।

ওসি হিসেবে পদায়নের ক্ষেত্রে প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করা হবে।

জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নে পিএএল নীতিমালা অনুসরণ করা হবে।

অবশ্য পূরণীয় ইউনিট অভিজ্ঞতা:
গ্রুপ-৩ এর যেকোনো ইউনিট অথবা গ্রুপ-৪ এর ৬–১০ নম্বর ইউনিটে কমপক্ষে ১ বছর চাকরি করতে হবে।

গ্রুপ–৩ ইউনিটগুলো:
বিপিএ, পিএসসি, পিটিসি (টাঙ্গাইল, খুলনা, নোয়াখালী, রংপুর), টিডিএস, এএসটিসি, আইএসটি, প্রশিক্ষণ ইউনিট, এপিবিএন, র‌্যাব, এসপিবিএন।

গ্রুপ–৪ (৬–১০ নম্বর) ইউনিটগুলো:
আইপি, এমআরটি, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ।

ওসি পদায়নের জন্য অনুমোদিত ইউনিট:
ফিটলিস্টভুক্ত পরিদর্শককে গ্রুপ–১ বা ২–এর মধ্যে সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।

গ্রুপ–১ ইউনিট:
ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, এসএমপি, জিএমপি, আরপিএমপি, রেলওয়ে পুলিশ।

গ্রুপ–২ রেঞ্জ:
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট।