
ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মেহেদী মাসুদ ও ফোর্সসহ সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড সিটি সেন্টার এর সামনে থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ আশরাফ (১৮)। তার পিতা মৃত আঃ সাত্তার এবং মাতা মৃত আসমা। তবে তার সঠিক ঠিকানা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, আশরাফ এক নারীর গলার স্বর্ণের চেইন থাবা মেরে দৌড়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা গুলিস্থানসহ সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।