
সাভারে আশুলিয়ায় আবারও সক্রিয় মাদক কারবারিদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ মোঃ আজিজ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার চারাবাগ মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
গ্রেপ্তারকৃত আজিজ গাইবান্ধা জেলার সাধুল্লাহপুর থানার জামালপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার মন্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আজিজ স্থানীয়ভাবে এসব মদ বিক্রি করতেন এবং তার একটি স্থায়ী ক্রেতা চক্রও গড়ে উঠেছিল।
আশুলিয়া থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ মনে করছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে মদ ব্যবসার সঙ্গে জড়িত আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে।