
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার থানা, সাভার পৌরসভা ও আশুলিয়া থানা বিএনপির যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার পৌরসভা বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি হাজী দ্বিন ইসলাম, সাভার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রেফাত উল্লাহ, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দীন সাইফুল, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেদুল আহসান রাশেদ এবং আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাসেদ দেওয়ান।

এছাড়াও সাভার থানা, সাভার পৌরসভা ও আশুলিয়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দেবে দল, তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে সকলকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা দলের আদর্শে অনুপ্রাণিত থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।