
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)। ৩১ আগস্ট (রবিবার) রাতে আশুলিয়া থানাধীন দিয়াখালী এলাকায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ইয়ারপুর ইউনিয়নের সাহাজ উদ্দিন এর ছেলে আবু সিদ্দিক (৪০)। ইয়ারপুর ইউনিয়নের ধনাইট উত্তরপাড়া মন্ডল বাড়ী এলাকার মমিন উদ্দিন এর ছেলে হেলাল উদ্দিন হেলু (৪২)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।