ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাচটার সময় অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মোঃ রুস্তম(৪৫) ও মো: ইয়াকুব আলী (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। গ্রেপ্তারকৃত মো: রুস্তম বরিশাল জেলার গৌরনদী উপজেলার নুর মোহাম্মাদের ছেলে এবং ইয়াকুব আলী কুমিল্লা জেলার বড়য়া থানার দক্ষিণ পাড়া গ্রামের মৃত সুলতান পাটোয়ারীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় প্রাইভেটকার তল্লাশি করে ৯৪ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তারা মাদকদ্রব্য ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নিউইয়র্কে ড. ইউনূসের স্যুটে বিশ্বনেতাদের সমাগম

সাভারে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময়: ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সাভার প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাচটার সময় অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মোঃ রুস্তম(৪৫) ও মো: ইয়াকুব আলী (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। গ্রেপ্তারকৃত মো: রুস্তম বরিশাল জেলার গৌরনদী উপজেলার নুর মোহাম্মাদের ছেলে এবং ইয়াকুব আলী কুমিল্লা জেলার বড়য়া থানার দক্ষিণ পাড়া গ্রামের মৃত সুলতান পাটোয়ারীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করা হয়। এসময় প্রাইভেটকার তল্লাশি করে ৯৪ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তারা মাদকদ্রব্য ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।