
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অভিযানে সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন। এসময় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকার তিন রাস্তার মোড় থেকে মোঃ সোহাগ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে মৃত লাল মিয়ার ছেলে এবং বক্তারপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এফআইআর নং-২১/২১, তারিখ-১০ জানুয়ারি ২০১৭। এফআইআর নং-৩২/২৬০, তারিখ-১৬ জুন ২০১৭ (যেখানে চার্জশীট দাখিল করা হয়েছে)। এফআইআর নং-৬৩/৫১০, তারিখ-২১ জুন ২০১৮।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।