
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভারে সরকারি টিসিবির পণ্য পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে। গভীর রাতে সাভারের বিরুলিয়া রোড থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের তথ্যানুযায়ী, মঙ্গলবার গভীর রাতে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায় টিসিবির পণ্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে উত্তরের ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয় এবং পিকআপ ড্রাইভার মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয়—১০০ কার্টন সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, ১৬ বস্তা চিনি, ২৭ বস্তা মুসুরের ডাল।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কার নির্দেশে সরকারি পণ্য পাচার করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।