সাভার (ঢাকা) প্রতিনিধি: ‘‘ইলেকট্রিশিয়ান ভাই ভাই, একসাথে এক মঞ্চে থাকতে চাই’’ এই শ্লোগানকে ধারন করে সাভারে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের জাতীয় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। আয়োজিত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. মোঃ হেলাল উদ্দিন (এনডিসি) বলেন, আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে যে যেখানেই ইলেকট্রিশিয়ানের কাজ করছেন সেটি দক্ষতার সাথে ভালোভাবে করতে হবে। কখনই নিন্মমানের এবং কম দামের মালামাল ব্যবহার করবেননা এবং মানুষকে ঝুঁকিতে ফেলবেননা।
শিক্ষার কোন বয়স নাই উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে সবকিছু আধুনিক হচ্ছে, অত্যাধুনিক যন্ত্রপাতি বের হচ্ছে এগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়া ইলেকট্রিশিয়ানের কাজের পাশাপাশি স্যানেটারী এবং অন্যান্য কাজ জানা থাকলে কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে কোন সমস্যায় পড়তে হবেনা এবং ভালো আয় হবে। এছাড়াও তিনি সংগঠনটির স্বার্থে বেশকিছু উপদেশ মূলক দিকনির্দেশনা প্রদান করেন। যার মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ানের কাজের একটি নির্দিষ্ট মূল্য, মান উন্নয়নে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং বীমার ব্যবস্থা করা।
আয়োজিত সাধারন সভায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশন ফর মাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক এর ভাইস চেয়ারম্যান ও রিসভা বাংলাদেশ এর ডাইরেক্টর এ.এইচ মোঃ আব্দুল কাইয়ুম, দ্রুতি ফাউন্ডেশননের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধি শেখ আন-নাফী।
এসময় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন বাংলাদেশ সরকার কর্তৃক দেশব্যাপী একমাত্র অনুমোদিত সংগঠন। ইলেকট্রিশিয়ানদের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক আরও দৃঢ় করা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় এক হাজার পেশাদার ইলেকট্রিশিয়ান তাদের বিভিন্ন দাবি এবং অভিজ্ঞতা শেয়ারের জন্য এই সাধারন সভায় যোগ দেন।
Leave a Reply