সাভারের বিরুলিয়ায় একটি পোশাক কারখানার পিছন থেকে তানিয়া আক্তার (২৪) নামের নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাতে সাভারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে আটক সোহাগের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। নিহত তানিয়া আক্তার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৯ নং ওয়ার্ডের নুরুল হকের মেয়ে। তিনি ও তার স্বামী সোহাগ আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার পোশাক কারখানার পিছনে তানিয়া আক্তারের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এর আগে প্রযুক্তি ব্যবহার করে তানিয়া আক্তারের পরিচয় শনাক্ত করা হয়।
কিন্তু হত্যার কারন এখন পর্যন্ত জানা যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহত তানিয়ার স্বামী সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, পোশাক শ্রমিক তানিয়া হত্যাকান্ডের ঘটনায় তার স্বামী সোহাগকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply