
সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় শ্রমিক-ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ শীর্ষক এক সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে আশুলিয়ার দারুল ইহসান মাদরাসার মাঠে সমাবেশটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় হাজারো মানুষের ঢল নামে। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল এসে মূল সমাবেশে যোগ দিতে থাকে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুর রায়সহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আয়োজকদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের অংশগ্রহণে আশুলিয়া জনসমুদ্রে পরিণত হয়।