ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ

সবুজ পোশাকে বোল্ড লুকে চমক দিলেন অঙ্কিতা, দেখুন তার মনোমুগ্ধকর ছবিগুলি

পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় একেবারে প্রথম দিকে ছিল অঙ্কিতা মল্লিক অভিনীত জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। এখন টিআরপি তালিকায় নিচের দিকে চলে গেলেও, একটা সময় শীর্ষস্থান দখল করেছিল।

পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় একেবারে প্রথম দিকে ছিল অঙ্কিতা মল্লিক অভিনীত জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। এখন টিআরপি তালিকায় নিচের দিকে চলে গেলেও, একটা সময় শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে সেই স্লটের অন্য ধারাবাহিক গুলো একেবারেই জায়গা পেত না। মাঝে জগদ্ধাত্রী সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে বলে, গুঞ্জন শুরু হলেও, শেষ পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ এখনো চালিয়ে যাচ্ছে সেই ধারাবাহিক। সিরিয়ালে প্রতিদিন নতুন নতুন মোড় এবং চমক তৈরি করছে জগদ্ধাত্রী। এই কারণে দর্শকদের এখনো পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিক।

Instagram এ জনপ্রিয় অঙ্কিতা

জগদ্ধাত্রী ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন টলিউড পাড়ার নতুন মুখ অঙ্কিতা মল্লিক। তিনি তার instagram এ মাঝেমধ্যেই এই ধারাবাহিকের বিহাইন্ড দ্যা সিন ভিডিও অর্থাৎ BTS শেয়ার করে থাকেন। ইনস্টাগ্রামের দুনিয়ায় অঙ্কিতা এখন বাংলার মানুষজনদের মধ্যে বেশ জনপ্রিয়। তার প্রতিটি রিয়েল ভিডিও নিয়ে চমক তৈরি হয় বাংলার অডিয়েন্স এর মধ্যে। Instagram এ প্রায়শই নিজের বিভিন্ন অ্যাক্টিভিটির ছবি শেয়ার করে থাকেন অঙ্কিতা। কিছুদিন আগে হোলি পার্টির একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সাদা শাড়িতে তার বোল্ড লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল। তবে এবারে একেবারে অন্যরকম ভূমিকায় ধরা দিলেন অঙ্কিতা। সবুজ রঙের স্লিভলেস গাউনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতে শুরু জল্পনা

কিছুদিন আগেই একটি সাদা ককটেল পোশাকে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে হৈচৈ ফেলে দিয়েছিলেন অঙ্কিতা। আর এবারে সবুজ পোশাকে তার এই নতুন রিল ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টলি প্লানেট বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অত্যন্ত লাস্যময়ী ভূমিকায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অঙ্কিতা। দর্শকরা এই ভিডিও দেখে রীতিমতো আপ্লূত। নিজেদের পছন্দের অভিনেত্রী জগদ্ধাত্রীকে একেবারে অন্য ভূমিকায় দেখে বেশ খুশি বাংলার আপামর জনগণ। কিছু বিতর্কিত কমেন্ট থাকলেও, মোটের উপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভালই জনপ্রিয়তা পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ালের সহ অভিনেতা সৌম্যর সঙ্গে প্রেমের জল্পনা শুরু হয়েছিল অঙ্কিতার। যদিও তারা দুজনেই এখনো পর্যন্ত এই নিয়ে কোন কথা বলেননি।

https://www.instagram.com/reel/C_FF6Z8vf-s/?igsh=cmRpYTRka2g5ZXV0