
যশোরের শার্শা উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে জনগণকে উদ্বুদ্ধ করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজি নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন। এছাড়া যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। এ ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে। তাই সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করলে হাজিদের নিরাপত্তা, চিকিৎসা সেবা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়।
সভায় স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।