
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভুলে একাত্মতা ঘোষণা করেছেন দলটির দুই শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এসময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে কুদ্দুস আলী বিশ্বাসকে শুভেচ্ছা জানান। পরে কুদ্দুস আলী বিশ্বাসও আগত নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে প্রফেসর মিলন হোসেন, আমির হোসেন ঢালি, আশিকুজ্জামান লাল্টু, বাবলু, আঃ ছাত্তার, আরশাদ আলী, রুলামিন, মধু, আলেক, রমজান ও রব ঢালি প্রমুখ ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, বাগআঁচড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।