
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়, যা চলবে আগামী ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।
প্রথম দিনে রাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হতে আগ্রহী মোট ৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, “রাকসুর বিভিন্ন পদে মোট ৫ জন পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া খালেদা জিয়া হল থেকে একজন শিক্ষার্থী হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন।”
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং ভোটার তালিকায় শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর, ছাত্রদলের সময় বৃদ্ধির দাবি এবং অন্যান্য ছাত্রসংগঠনের বিভিন্ন দাবির বিষয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, “তফসিল অনুযায়ী সব কার্যক্রম চলবে। তবে নির্বাচন পেছানো হবে কিনা—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।” নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু, সিনেট এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র সংগ্রহের জন্য রাকসু ও সিনেটের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের নিচতলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় নির্ধারণ করা হয়েছে। আর হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে দেওয়া হচ্ছে।
রবিবার দুপুর ১২টার কিছু পর রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে স্বতন্ত্র এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদপ্রার্থী সজীব খান প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. নিশা আক্তারও মনোনয়নপত্র সংগ্রহ করেন।