ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদল অপহরণ-নির্যাতন: আসামীদের গ্রেফতারে সাংবাদিক সমাজের ঘেরাও কর্মসূচি

রংপুরে সাংবাদিক সমাজের ঘেরাও কর্মসূচি

রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে নির্যাতন এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে রংপুরের সাংবাদিক সমাজ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক গণমাধ্যমকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, নিউজ২৪ ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, সময় টিভির নাজমুল আলম নিশাত, প্রথম খবরের তৌহিদুল ইসলাম বাবলা, রিপোর্টার্স ইউনিটির শরীফা বেগম শিউলি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আসাদুজ্জামান আফজাল, প্রথম আলোর জহির রায়হান জুয়েল, এখন টিভির মোকাররম হোসাইনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় মাত্র দু’জনকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা মামলা করার চেষ্টা করছে। সিটি করপোরেশন মাত্র তিনজন কর্মকর্তাকে বদলি করে দায় সেরেছে, যা উদ্বেগজনক।

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী সাংবাদিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে তিন দিনের মধ্যে মামলার সকল আসামীকে গ্রেফতার ও দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানানো হয়। অন্যথায় ধারাবাহিক কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগরীর কাচারীবাজার থেকে রকি নামের এক যুবকের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করা হয় এবং প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত মাত্র ৫ ও ৬ নম্বর আসামী গ্রেফতার হয়েছে।

পুলিশ কমিশনার মজিদ আলী জানান, একজন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং নেপথ্যের কয়েকজনের নাম প্রকাশ করেছে। শিগগিরই বাকি আসামীদেরও গ্রেফতার করে চার্জশিট দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে “রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই সংবাদের জেরেই তাকে অপহরণ ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলি করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

রংপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদল অপহরণ-নির্যাতন: আসামীদের গ্রেফতারে সাংবাদিক সমাজের ঘেরাও কর্মসূচি

রংপুরে সাংবাদিক সমাজের ঘেরাও কর্মসূচি

আপডেট সময়: ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে নির্যাতন এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে রংপুরের সাংবাদিক সমাজ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), প্রেস ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক গণমাধ্যমকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, নিউজ২৪ ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, সময় টিভির নাজমুল আলম নিশাত, প্রথম খবরের তৌহিদুল ইসলাম বাবলা, রিপোর্টার্স ইউনিটির শরীফা বেগম শিউলি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আসাদুজ্জামান আফজাল, প্রথম আলোর জহির রায়হান জুয়েল, এখন টিভির মোকাররম হোসাইনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় মাত্র দু’জনকে গ্রেফতার করা হলেও অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা মামলা করার চেষ্টা করছে। সিটি করপোরেশন মাত্র তিনজন কর্মকর্তাকে বদলি করে দায় সেরেছে, যা উদ্বেগজনক।

ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী সাংবাদিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে তিন দিনের মধ্যে মামলার সকল আসামীকে গ্রেফতার ও দ্রুত চার্জশিট দাখিলের দাবি জানানো হয়। অন্যথায় ধারাবাহিক কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগরীর কাচারীবাজার থেকে রকি নামের এক যুবকের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করা হয় এবং প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত মাত্র ৫ ও ৬ নম্বর আসামী গ্রেফতার হয়েছে।

পুলিশ কমিশনার মজিদ আলী জানান, একজন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং নেপথ্যের কয়েকজনের নাম প্রকাশ করেছে। শিগগিরই বাকি আসামীদেরও গ্রেফতার করে চার্জশিট দেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদে “রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স, পাঁচ কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই সংবাদের জেরেই তাকে অপহরণ ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, ঘটনাটির পরিপ্রেক্ষিতে ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, প্রধান প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর কবির শান্ত এবং সহকারী রাজস্ব কর্মকর্তা তম্ময়কে বদলি করা হয়েছে।