
বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ ও মরণভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাগআঁচড়া শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে মৃত দুইজন শ্রমিকের পরিবারের হাতে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা মরণভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের পরিবহন শ্রমিকগণ।
এ সময় বক্তারা শ্রমিকদের কল্যাণে ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।