ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ উট: মরুভূমির জাহাজ থেকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভমুখর মানববন্ধন অনাবাসী বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে কলকাতায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশি ইলিশ, ক্রেতার ঝোঁক গুজরাট-মিয়ানমারের দিকে কটাক্ষের মুখে দীপিকা পাল্টাপাল্টি বিক্ষোভ বিএনপি–আওয়ামী লীগের মাদারীপুরে চাঞ্চল্যকর রেনু বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার সবুজ
বেকারত্ব দূরীকরণে দেশব্যাপী ৭১টি ট্রেনিং সেন্টার পরিচালনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশে বেকারত্ব বেড়ে ২৮ শতাংশ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেকারত্বের হার বর্তমানে ২৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আগে এই হার ছিল ২০ শতাংশ।

সোমবার সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাহবুব-উল-আলম বলেন, “বাংলাদেশে বেকারত্বের অনেকগুলো কারণ রয়েছে। বিভিন্ন ধরণের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতিসহ নানা কারণে এ সমস্যা বেড়েছে। তবে বেকারত্ব দূরীকরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে।”

তিনি আরও জানান, সারা দেশে ৭১টি ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। এ লক্ষ্যে ইতিমধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনু বিভাগের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিদ সেলিম খাঁনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

সর্বাধিক পঠিত

ইসির নির্বাচনি সংলাপ শুরু হচ্ছে আজ

বেকারত্ব দূরীকরণে দেশব্যাপী ৭১টি ট্রেনিং সেন্টার পরিচালনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশে বেকারত্ব বেড়ে ২৮ শতাংশ: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

আপডেট সময়: ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে বেকারত্বের হার বর্তমানে ২৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। আগে এই হার ছিল ২০ শতাংশ।

সোমবার সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মাহবুব-উল-আলম বলেন, “বাংলাদেশে বেকারত্বের অনেকগুলো কারণ রয়েছে। বিভিন্ন ধরণের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতিসহ নানা কারণে এ সমস্যা বেড়েছে। তবে বেকারত্ব দূরীকরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে।”

তিনি আরও জানান, সারা দেশে ৭১টি ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। এ লক্ষ্যে ইতিমধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনু বিভাগের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিদ সেলিম খাঁনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।