
ঢাকা জেলার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের দ্বারা সৃষ্ট বিশৃঙ্খলার মূলহোতা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃ টিপু সুলতান (৩০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, টিপু সুলতান শ্রমিকদের উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির মূল পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।