
>ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি।
>তিস্তা ব্যারাজে পানির সমতল ৫২.১৫ মিটার, বিপৎসীমার ওপরে।
>ডালিয়ায় ১২ ঘণ্টায় পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার।
>উজানে দোমোহনী ও গজলডোবায় পানি কিছুটা কমেছে।
>আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস।
>লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে নতুন বন্যার আশঙ্কা
গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২.১৫ মিটার। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় বিপৎসীমার ওপরে—৫২.১৫ মিটার।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়ায় পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। যদিও ভারতের উজানে দোমোহনী ও গজলডোবায় পানি কিছুটা কমেছে, তবুও মধ্যরাত পর্যন্ত তিস্তায় পানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিস্তার পানি পুনরায় বাড়তে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে নতুন বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি কিছুটা বেড়েছে, তবে এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে আছি।”
আপনি চাইলে আমি এর সাথে মানচিত্রসহ গ্রাফিক্সও তৈরি করে দিতে পারি, যাতে পাঠকেরা ভিজ্যুয়ালি বন্যা পরিস্থিতি বুঝতে পারে।