
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায়, ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ফোর্সসহ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ, আড়াই হাজার, উজান গোপিন্দ পশ্চিমপাড়া এলাকার সামান মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্লা (২৭)।
ধামরাই, কুরংগী এলাকার ফজল মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩০)। টাঙ্গাইল, নাগরপুর, বলরামপুর এলাকার উজ্জল শেখ এর ছেলে হৃদয় (২৫)। মানিকগঞ্জ, আটিগ্রাম, নারিকুল্লি এলাকার পরান বেপারির ছেলে চাঁন মিয়া (২৭) এবং
মৃত নূর হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন (২৫)।
উদ্ধারকৃত সরঞ্জাম, ১টি খেলনা পিস্তল (স্টিল কালার, বাট প্লাস্টিক কাভারযুক্ত, বডিতে “PIETRO BERETTA MOD92FSCAL9 MADE IN CHINA M9-PERETTA” লেখা)। ১টি ধারালো চাপাতি (স্টিলের, প্লাস্টিক বাটসহ)। ১টি লাল কসটেপ মোড়ানো লোহার রড। ৪টি লোহার রড (প্রতিটি ৩ ফিট লম্বা)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
আসামী মোঃ সোহাগ মোল্লা (২৭)-এর বিরুদ্ধে পূর্বের মামলা: আশুলিয়া থানায় একাধিক মামলা (ধারা ৩৭৯/৪১১/৪১৩, ৩২৮/৩৭৯/৪১৩/৩৪/৫১১, ৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড-১৮৬০)।
সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে মামলা (চার্জশিট নং-৭৭৫, তারিখ ২২ অক্টোবর ২০২৩)।
আসামী মোঃ সুজন মিয়া (৩০)-এর বিরুদ্ধে পূর্বের মামলা: ধামরাই থানায় মামলা (ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০)। সিংগাইর থানায় মামলা (ধারা ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।