
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে ফের বিতর্ক। সম্প্রতি জানা গেছে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শুটিংয়ে আট ঘণ্টার বেশি সময় দেবেন না। পাশাপাশি পারিশ্রমিক দাবি করেছেন ২০ কোটি টাকা। এই সিদ্ধান্তের পর থেকেই তিনি নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়ছেন।
প্রথমে সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন দীপিকা। নির্মাতাদের দাবি, অভিনেত্রীর শর্ত মেনে নেওয়া সম্ভব হয়নি। একইসঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও তাকে বাদ দেওয়া হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল—এই ধরনের বড় বাজেটের ছবিতে দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার প্রয়োজন, যা দীপিকার পক্ষে সম্ভব হয়নি।
সম্প্রতি ফারহা খানও মজা করে কটাক্ষ করেছেন দীপিকাকে। রোহিত সরাফের বাড়িতে ফারহার ব্লগ শুটিং চলাকালীন তার সহকারী রন্ধনশিল্পী দিলীপ জানতে চান—দীপিকা কবে আসবেন এই অনুষ্ঠানে? জবাবে ফারহা হেসে বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”
নেটিজেনদের মতে, সময় দিতে না পারার কারণেই দীপিকাকে একের পর এক প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে সমালোচনা সত্ত্বেও অভিনেত্রী নিজের সিদ্ধান্তে অনড় বলেই মনে করছেন অনেকে।