অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুদক কর্মকর্তারা আশুলিয়া সাব-রেজিস্ট্রোর অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান। এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, গোপন অভিযোগের ভিত্তিতে আশুলিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ তল্লাশি ও কারা কারা কাজ করছে তা দেখা হয়। এখানে কোনো দালালের দৌরাত্ম আছে কি না এবং নকলনবিশরা কীভাবে কাজ করছেন তা সব কিছু খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও গত দুই-তিন দিনে যে সকল দলিল হয়েছে তা যাচাই করা হয়েছে। তখন অনেকগুলো অনিয়ম পাওয়া যায়। একটি জমিতে বহুতল ভবন থাকা সত্ত্বেও জমিতে ভবন না দেখিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জেনেছি নকলনবিশরা নানাভাবে অতিরিক্ত ফি নিচ্ছেন। এগুলোর বিষয়ে আমরা সাব-রেজিস্ট্রারকে সতর্ক করেছি। আমরা যে সকল রেকর্ডপত্র পেয়েছি, সেগুলোর আলোকে আমরা কমিশন রবারব একটি প্রতিবেদন দেব। কমিশন আমাদের যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দেবেন সেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply