
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার তিনটি ইউনিয়নে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেনাপোল, পুটখালী ও গোগা ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি গণসংযোগ করেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নেন।
এর আগে তিনি আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত পুটখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেকের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা আবুল হাসান জহির বলেন—“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। সেখানে নাগরিকদের অধিকার নিশ্চিত ও বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। আমরা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি। যাতে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এখন দেশ ও জাতিকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া ছাড়া বিকল্প নেই।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আহম্মদ আলী শাহিন, আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাসক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্ঠু, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন ও ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।