
অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করেছে তা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। ৩ মে মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বললেন। আমান উল্লাহ আমান এসময় আরো বলেন, বর্তমান সরকার যে বাজেট দিয়েছে অবশ্যই দেশের জনগণের কথা চিন্তা করে দিয়েছে এবং জনগণের সব আকাঙ্ক্ষা পূরণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার যে বাজেট ঘোষণা করেছিল তা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছিল। অন্তবর্তীকালীন সরকার দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিবেন এমনটাই বিএনপি আশা করে।

এসময় সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন। সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কেরানীগঞ্জ মডেল থানা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল পাশা, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রহমান খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্বাস খান,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসমিন সরকার শাওন, যুবদল নেতা মো: বিলাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো রাজু আহমেদ,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: ইসমাইল হোসেন সিরাজী, সহ আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।