
যশোরের শার্শায় সিআর সাজা পরোয়ানাভুক্ত চার আসামিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—শার্শার পাঁচভুলোট গাজীপাড়া গ্রামের সাগবার হোসেনের ছেলে সবুজ ওরফে আব্দুল হাই, সন্তোষ মণ্ডলের ছেলে সেলিম হোসেন, নুর মোহাম্মদের ছেলে কুতুবউদ্দিন, নজরুল ইসলামের ছেলে নুরুজ্জামান লাল্টু।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে আদালতের জারি করা সাজা পরোয়ানা ছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।