
সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া বন বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালিয়াকৈর রেঞ্জার মনিরুল করিমের নির্দেশে বাড়ইপাড়া বিট কর্মকর্তা নূর আহমেদের নেতৃত্বে দেলোয়ার হোসেন, দুলাল, আনিছুর রহমান ও আব্দুর রাশেদ অংশ নেন। তারা উচ্ছেদকৃত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যু জশিম উদ্দিন বনভূমি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। সম্প্রতি বাড়ইপাড়া মৌজার সিএস ১০৪ নং দাগে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ শুরু করলে বনকর্মীরা দ্রুত সেখানে গিয়ে বাধা দেন। এসময় জশিম ও তার সহযোগী রোমা আক্তার বনকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি প্রদান করেন।
তবে তাদের হুমকি-ধমকি উপেক্ষা করে বন বিভাগের কর্মকর্তারা জবরদখলকৃত ভূমি উদ্ধার করে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেন।