
সাভারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন–৩। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শুক্রবার রাতে। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় পূর্বহাটি গ্যালাষ্টিকস ও বেড়াইদ স্পোর্টিং ক্লাব। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২–০ গোলে জয়লাভ করে পূর্বহাটি গ্যালাষ্টিকস, এবং তারা উদ্বোধনী খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিনই অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ খেলা, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের কাছে পরিণত হবে এক বিশেষ উৎসবে। খেলা দেখতে উদ্বোধনী দিনে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ ও সমর্থন জুগিয়েছেন। দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন সরকার বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমান উল্লাহ সরকার, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু ফুটবল নয়, বরং যুবসমাজের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও মাদকবিরোধী চেতনাকে আরও জাগ্রত করা হবে।