৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সোমবার (৩০ জুন) বিকেলে প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে। তবে শুরুতে চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ যুক্ত করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। পিএসসি থেকে অতিরিক্ত পদসংখ্যা অনুমোদনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে পাঠানো হলেও পরিষদ তা নাকচ করে দেয়। ফলে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ১ হাজার ৭১০টি শূন্য পদেই নিয়োগের সুপারিশ করা হবে।
পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, এই অতিরিক্ত পদগুলো পরবর্তীতে নতুন বিসিএসের (৪৯তম) বিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে। এতে ওই বিসিএসে পদসংখ্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে, যেখানে ৭৭৬টি পদ রয়েছে। এছাড়া প্রশাসনে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব বিভাগে ৩০ জন এবং পরিবার পরিকল্পনায় ২৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv