বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। রাষ্ট্রের মালিক জনগণ, এবং সেই জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে কিংবা ক্ষমতায় আসবে।
সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক টক শোতে তিনি বলেন, “সঠিক সময় সঠিক প্রক্রিয়ায় নির্বাচন না হওয়ার কারণে ফ্যাসিবাদ তার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে। জনগণের ১৭ বছরের ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ হয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে। সেখানে ছাত্র জনতা, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।”
তিনি বলেন, এক দফার দাবি ছিল শেখ হাসিনার পতন। রক্তক্ষয়ী লড়াইয়ে দেড় হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন এবং দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
নিপুণ রায় মনে করেন, গণতন্ত্রের প্রথম ধাপ হলো নির্বাচন এবং বর্তমানে সব রাজনৈতিক দল নির্বাচনী যাত্রায় অংশ নিয়েছে। তবে তিনি সমালোচনা করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশের পরিস্থিতি এতটা নাজুক হতো না।”
তিনি আরও সতর্ক করেন, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কথা বলছে বা হুমকি দিচ্ছে, তারা দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, “মুষ্টিমেয় কোনো ষড়যন্ত্রের সঙ্গে আঁতাত করে যদি কেউ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তবে গণতান্ত্রকামী সব দল ও জনগণ তা প্রতিহত করবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv