মন্ত্রিপরিষদ বিভাগ আর জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালনের দায়িত্বে থাকবে না। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত বিধান বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর “CABINET DIVISION” শিরোনামের অধীনে Item No. 9A-তে জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব অন্তর্ভুক্ত ছিল। নতুন সংশোধনী অনুযায়ী এই আইটেম ও সংশ্লিষ্ট এন্ট্রি বাতিল করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করেছেন। এর ফলে মন্ত্রিপরিষদ বিভাগের কাজের তালিকা থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv