জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ যুক্ত হলো নতুন রিয়েল টাইম অনুবাদ সুবিধা। আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে এ ফিচারটি পাচ্ছেন। এর মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সহজেই অনুবাদ করা যাবে।
মেটার ঘোষণা অনুযায়ী, এই ফিচারটি ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর জন্য ভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজ করবে।
প্রথম ধাপে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে উনিশটি ভাষায় অনুবাদের সুযোগ মিলবে। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত হবে। ব্যবহারের নিয়মও সহজ— কোনো বার্তায় লং-প্রেস করলে দেখা যাবে ‘ট্রান্সলেট’ বাটন, সেখান থেকেই অনুবাদ সম্ভব হবে।
শুধু ব্যক্তিগত মেসেজ নয়, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেটেও কাজ করবে এই ফিচার। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, ফলে ভবিষ্যতের সব বার্তাই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুবাদ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ব্যবহারকারীর ডিভাইসেই। অর্থাৎ বার্তার গোপনীয়তা অক্ষুণ্ন থাকবে— হোয়াটসঅ্যাপ বা মেটা কোনোভাবেই বার্তা দেখতে পারবে না।
নতুন এই ফিচার আন্তর্জাতিক যোগাযোগে ভাষার বাধা দূর করবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv