সবশেষ দাম সমন্বয়ের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১০ আগস্ট) নতুন নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে রুপাও।
গত ২৪ জুলাই রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ১,৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়। এর ফলে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ—
২২ ক্যারেট: ভরি ১,৭১,৬০১ টাকা
২১ ক্যারেট: ভরি ১,৬৩,৭৯৮ টাকা
১৮ ক্যারেট: ভরি ১,৪০,৪০০ টাকা
সনাতন পদ্ধতি: ভরি ১,১৬,১২৭ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে ২৩ জুলাই দাম বাড়িয়ে ২৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছিল—
২২ ক্যারেট: ১,৭৩,১৭৫ টাকা
২১ ক্যারেট: ১,৬৫,৩০২ টাকা
১৮ ক্যারেট: ১,৪১,৬৮৩ টাকা
সনাতন: ১,১৭,২২৩ টাকা
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যেখানে ২৯ বার দাম বেড়েছে, আর কমেছে ১৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; বাড়ানো হয়েছিল ৩৫ বার, কমানো হয়েছিল ২৭ বার।
রুপার দাম অপরিবর্তিত
দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে—
২২ ক্যারেট: ভরি ২,৮১১ টাকা
২১ ক্যারেট: ভরি ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ভরি ২,২৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ভরি ১,৭২৬ টাকা
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv