এইচ এম সাগর,
সাভারে সরকারি খাস জমি উদ্ধারের নোটিশ দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম নামের এক ভূমি সহকারী কর্মকর্তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৯ জুলাই) দুপুরে, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি কলাতিয়াপাড়া গ্রামে।
আহত জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভার উপজেলা ভূমি অফিসের আওতাধীন রাজফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভূমি অফিসের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল স্থানীয় একটি সরকারি খাস জমি দখল করে রেখেছিল। হাইকোর্টের নির্দেশে জমিটি পুনরুদ্ধারে উদ্যোগ নেয় ভূমি অফিস। এরই অংশ হিসেবে বুধবার সংশ্লিষ্ট জমিতে উচ্ছেদের নোটিশ দিতে যান কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। এ সময় দখলদাররা হঠাৎ সংঘবদ্ধ হয়ে (‘মব’ তৈরি করে) সরকারি দলের ওপর অতর্কিত হামলা চালায়।
অন্যরা দৌঁড়ে আত্মরক্ষা করলেও জাহাঙ্গীর আলমকে ধরে তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এ ছাড়া আকাশ নামে আরও এক কর্মচারীকেও মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীর আলমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাঁকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এখনো পর্যন্ত হামলায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম জানান, “এ হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv