বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সড়কে ঝাড়ু দেওয়া এবং পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বৌদির, সহ-সভাপতি আবদুল গফুর, সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান, পৌর যুবদলের নেতা হাজী মো. ফরহাদ হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা লায়ন দেলোয়ার হোসেন মাদবর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর।
এ সময় বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক আন্দোলনেই সীমাবদ্ধ নয়, জনগণের সেবায় এবং পরিবেশ রক্ষায়ও কাজ করে যাচ্ছে। দেশের সর্বত্র তারেক রহমানের নির্দেশনায় এ ধরণের সামাজিক কার্যক্রম আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তারা।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv