সাভার প্রতিনিধি: ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন প্রায় এক হাজার নেতাকর্মী। স্থানীয় একটি খোলা মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে রাজপথে আন্দোলন জোরদার করা ও নির্বাচনী প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইবনে আমান অমি। তিনি বলেন, “ঢাকা-২ আসনে শক্তিশালী ভিত্তি গড়তে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি একযোগে চলবে। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনের জন্য তৃণমূল নেতাকর্মীরা রাজপথে থাকবে।”
বক্তারা আরও বলেন, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে ঢাকা-২ আসনে বিএনপির একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে উঠছে। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নির্বাচনের বিকল্প নেই। এই আন্দোলনের অগ্রভাগে থাকবে তৃণমূল নেতাকর্মীরা।
সরকারের সমালোচনা করে তারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে চরম কষ্টে ফেলেছে। তাই এখনই সংগঠনকে সুসংগঠিত করা, আন্দোলনে সক্রিয় হওয়া এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময়।
সম্মেলনে বিএনপির আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মেহেদী হাসানসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও উৎসবমুখর পরিবেশ। তৃণমূল কর্মীরা জানান, এমন কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv