এইচ এম সাগর, নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে বন বিভাগের জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় সাভার বিরুলিয়া ইউনিয়ন বন বিভাগ কর্মকর্তা মহিদুর ইসলামসহ পাঁচ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ মে শুক্রবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালিয়াকৈর বিটের কর্মকর্তা (ফরেস্টার) মো.মহিদুর রহমান, ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমাম বেপারী, আলাউদ্দিন ও বাগান মালি বাপ্পী হোসেন। গুরুতর আহত এলাকার বিট রেঞ্জার অফিসার মহিদুর রহমানকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার কয়েকটি স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তার হাত পা ও মাথায় কয়েকটি সেলাই করা হয়েছে।
আহত ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার বলেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের ৬৫ একর জমি দখল করেন লোকমান হোসেন ঢালি নামের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। সেই জমি আজকে আমরা উদ্ধার করার জন্য গিয়েছিলাম। আমরা যখন দখলীয় জমির বেড়া সাইনবোর্ড ভাঙার কাজ করছিলাম তখন লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী দেশিও ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে। সে সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাভার বিরুলিয়া ইউনিয়ন বন বিভাগ কর্মকর্তা মহিদুর এর শ্যলক নাজমুল ইসলাম প্রতিবেদককে বলেন, আমি হাসপাতালে রোগীর সঙ্গে আছি তবে এ ঘটনার মামলা সংক্রান্ত কিছু বলতে পারতেছি না।
অফিসের এক কর্মচারী জানান, শুক্রবার সন্ধ্যার পর এলাকার কয়েকজন ভূমিদস্যু বন বিভাগের জমি দখল করতে যায় ও একটি সাইনবোর্ড লাগায়। খবর শুনে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের বেধড়ক মারপিট করে ভূমিদস্যুরা। এতে ৮-১০ জন আহত হলেও ৫ কর্মকর্তা গুরুতর আহত হন।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া রাত সাড়ে ১০টায় এ খবর নিশ্চিত করে বলেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নে বন বিভাগের সরকারি সম্পত্তিতে সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা করতে যায় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। এ সময় বাধা দিতে গেলে বন বিভাগের কর্মকর্তাসহ ৫ জনকে কুপিয়ে আহত করে ওই চক্রের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।