বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে সাভারে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিনামূল্যে রক্তদান কর্মসূচির আয়োজন করে ‘দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। মিলাদ মাহফিলে খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। জন্মদিনের অনুষ্ঠানের পর ডা. সালাহউদ্দিন বাবু জুলাই-আগস্টে নিহত শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv