ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযানে প্রতারণাকারী এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার নিউমার্কেট এলাকার সামনে থেকে তাকে আটক করে ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এসময় এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও ফোর্স উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত নারীর নাম সালমা আক্তার ইতি (২৫)। তিনি সাভার উপজেলার অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হক ও মৃত ছালেহা বেগমের কন্যা। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি স্বীকার করেছে, অনলাইন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে তিনি প্রতারণা করতেন। পরবর্তীতে সুযোগ বুঝে টাকাসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিতেন। এ ঘটনায় আটক প্রতারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv