নিজস্ব প্রতিবেদক : সাভারে চলন্ত বাসে পুলিশ তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহন থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮),একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মোঃ মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির তিন মাসে তিনটি চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই রোধে সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখান থেকে আজ মৌমিতা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv