ঢাকার সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (১৪ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—জুবায়ের হোসেন কিরণ (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে মো. উমায়ের।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জুবায়ের হোসেনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং তার স্ত্রী মাহমুদার ৫০ শতাংশ পুড়ে গেছে। শিশুপুত্র উমায়েরের শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলেও উমায়েরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ওই বাসায় দীর্ঘদিন ধরে গ্যাস লাইনের লিকেজ ছিল। এ বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্যাস সংযোগের সমস্যা নিয়ে বারবার জানানোর পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
তবে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv