সাভারের তেঁতুলঝোড়া এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শুভযাত্রা নামের একটি বাস উলটে অন্তত ৪০ জন আহত হয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গঙ্গাস্নানে অংশ নিতে বাসে করে যাচ্ছিলেন অর্ধশতাধিক পুণ্যার্থী। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষাশহিদ রফিক সেতুর পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা নামের একটি রিজার্ভ বাস, 'হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হলে ভাষা রফিক সেতুর পূর্ব পাশে শুভযাত্রা গাড়িটি সামনে ডান চাকা পাংচার হলে ঘটনাস্থলে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ৪০ থেকে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, গাড়িটি দ্রুত গতিতে ভাষা শহীদ রফিক সেতুর শেষ প্রান্তে এসে হঠাৎ করেই রাস্তায় উল্টে যায়। ভিতরে থাকা যাত্রীরা চিৎকার ও চেঁচামেচি শুরু করলে, প্রত্যক্ষদর্শীরা গাড়ির পিছনের গ্লাস ভেঙ্গে যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়।
শুভযাত্রা গাড়ির যাত্রী 'আহত তরুণচন্দ্র পাল জানান, শুভযাত্রা গাড়িটি রিজার্ভ নেওয়া হয়েছিল, আমরা মানিকগঞ্জ থেকে তীর্থ স্নানে নারায়ণগঞ্জ বন্দর যাচ্ছিলাম। গাড়িতে প্রায় ৪৫ জন যাত্রী সহ গাড়ির ড্রাইভার ভাষা শহীদ রফিক সেতু পার হয়ে আইল্যান্ডের উপরে সামনের চাকাটি তুলে দেয়। এরপরই চাকাটি পাংচার হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যায়। স্থানীয়রা আমাদেরকে গাড়ি থেকে বের হতে সাহায্য করেছে। কেউ নিহত হয়নি, তবে কমবেশি সবাই আহত হয়েছি।
সাভার মডেল থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সিরাজুল ইসলাম সবুজ, দুর্ঘটনার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের অফিসার কে পাঠিয়েছি, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন, তবে কোন নিহতের খবর পাওয়া যায়নি।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv