ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সাভারে সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযানকালে দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া জেলার চর সূত্রাপুর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মেহেদী (৩০), তিনি বর্তমানে সাভার থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি (রংপুর বাজার) এলাকায় ভাড়া বাসায় থাকেন।
নওগাঁ জেলা নিয়ামতপুর থানার শ্যামপুর এলাকার মোঃ জসিমুদ্দিম এর ছেলে মোঃ রুবেল (৩০),
তিনি বর্তমানে সাভার থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি পূর্বপাড়া (বেপারিপাড়া রাজ্জাক সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ (এক) কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv