এইচ এম সাগর : সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সিংগাইর রোডে রাস্তার মাঝখানে সৃষ্টি হয়েছে বড়সড় একটি গর্ত, যা দিয়ে প্রতিনিয়ত ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করছে। ওই গর্তের কারণে প্রতিনিয়ত বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে এই সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই গর্তটি বড় হতে থাকলেও এখনো পর্যন্ত কোনো প্রকার মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। গর্তটি এতটাই গভীর ও বিস্তৃত হয়ে উঠেছে যে, বিশেষ করে রাতে বা বৃষ্টির সময় এটি সহজে চোখে পড়ে না। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এই রাস্তাটি সিংগাইর ও হেমায়েতপুরে সংযোগস্থল হওয়ায় প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি ও হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করে। জনগণের দাবি, দ্রুত এ গর্তটি মেরামত না করলে তা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।
তেঁতুলঝোড়া ইউনিয়নের বাসিন্দা মো. রফিক বলেন, “প্রায়ই এখানে বাইক বা রিকশা উল্টে যাচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা তো লেগেই আছে। আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার হোক।”
স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করা হোক।
Web: bdkhabor.com. call : +8801823218888. Email: infobdkhabar@gmail.com
www.facebook.com/bdkmultimedia ★ www.facebook.com/bdkhabor24 ★ www.youtube.com/@bdkhabortv